সিলেটে গাঁজাসহ আটক ১

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ০১:৪৬ পূর্বাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

সিলেটে গাঁজাসহ আটক ১

শিব্বির আহমদ (সিলেট) : 

মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত রাত বারোটায় সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা থানাধীন চন্ডীপুল পয়েন্টস্থ নিয়ামাহ টাওয়ারের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়- ঢাকা হইতে সিলেটের দিকে আসা ‘ইউনিক পরিবহন’ নামীয় একটি গণ-পরিবহন বাসকে থামানোর জন্য সিগনাল দেয়া হলে বাস দিলে বাসটি থামে। এসময় বাসের ভিতর তল্লাশীকালে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার শিকারীটোলা গ্রামের রামু দাসের ছেলে বাবুল দাস (৫৫) নামের ব্যাক্তির সঙ্গে থাকা নীল রংয়ের শপিং ব্যাগে ৪৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৬ হাজার ৭শ’ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।


বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

আইন-আদালত-অপরাধ এর আরও খবর: